বুধবার , ৩০ এপ্রিল ২০২৫
Wednesday , 30 April 2025
১৬ বৈশাখ ১৪৩২
০১ জ্বিলকদ ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:০৩, ১ মার্চ ২০২৫

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. আল-আমীন (২৮)। শুক্রবার রাতে উপজেলার পুটিয়া সীমান্ত বরাবর ভারতের সীমানায় এই ঘটনা ঘটে। 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আল-আমীন উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, শুক্রবার রাতে আল-আমীন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এ সময় বিএসএফ তাঁকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে আল-আমীন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাঁকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

ইউএনও জানান, আল-আমীনের মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়