শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
Friday , 22 August 2025
৬ ভাদ্র ১৪৩২
২৬ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২০, ২ এপ্রিল ২০২৫

লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ৭ জন নিহত

লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ৭ জন নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া জানিয়েছেন, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে চলে আসে। এরপর চেষ্টা করেও বাসটি থামাতে পারেনি চালক। এমন সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত হন আরও পাঁচজন।

এদিকে, দুর্ঘটনার পর লোহাগাড়া ফায়ার সার্ভিস এবং পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে, দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগেও, এই এলাকায় দুর্ঘটনা ঘটেছিল। গত সোমবার (৩১ মার্চ) ঈদের দিনে একই জায়গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন প্রাণ হারান। এরও এক দিন আগে, দুই মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন আহত হন।
 

সর্বশেষ

জনপ্রিয়