শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
Saturday , 13 December 2025
২৮ অগ্রাহায়ণ ১৪৩২
২২ জমাদিউস সানি ১৪৪৭

প্রকাশিত: ২৩:৩৮, ১ ডিসেম্বর ২০২৫

সাইফ হাসানের দলকে উড়িয়ে আবুধাবি টি-টেনে চ্যাম্পিয়ন ইউএই বুলস

সাইফ হাসানের দলকে উড়িয়ে আবুধাবি টি-টেনে চ্যাম্পিয়ন ইউএই বুলস

শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আবুধাবি টি-টেনের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ইউএই বুলস। 

ফাইনালে তারা অ্যাসপিন স্ট্যালিয়নসকে হারায় ৮০ রানে। অ্যাসপিনে খেলেছেন বাংলাদেশি সাইফ হাসান। ম্যাচের নায়ক ছিলেন টিম ডেভিড, মাত্র ৩০ বলে অপরাজিত ৯৮ রান করেন তিনি।

দিনের শুরুতে কোয়ালিফায়ার–২–এ কোয়েটা কেভেলারিকে হারিয়ে ফাইনালে ওঠে বুলস। ফাইনালের শুরুতেই ফিল সল্ট ১৮ রান করেন, তবে জেমস ভিন্স ইনজুরিতে মাঠ ছাড়েন। এরপর ব্যাটিংয়ের নিয়ন্ত্রণ নেন টিম ডেভিড। শেষ ওভারে অ্যাশমেড নেড–এর বিরুদ্ধে একাই আদায় করে নেন ৩২ রান। টুর্নামেন্টে তাঁর মোট রান দাঁড়ায় ৩৯৩।

রোভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে ডেভিড গড়েন ১২৮ রানের জুটি। তাঁদের ব্যাটে গড়া বিশাল সংগ্রহ তাড়া করতে নেমেই চাপে পড়ে স্ট্যালিয়নস। ইনজুরিতে মাঠ ছাড়েন আন্দ্রে ফ্লেচার, আর দ্বিতীয় ওভারে শূন্য রানে আউট হন শেরফানে রাদারফোর্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান আসে অধিনায়ক রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে।

বল হাতে দারুণ নৈপুণ্য দেখান ফজলহক ফারুকি, জুনাইদ সিদ্দিক, ইফতিখার আহমেদ ও কায়েস আহমদ—চারজনই নেন একটি করে উইকেট। নির্ধারিত ১০ ওভারে স্ট্যালিয়নসের ইনিংস থামে ৭০ রানেই। ৮০ রানের বড় জয়ে আবুধাবি টি-দশের প্রথম শিরোপা ঘরে তোলে ইউএই বুলস। 
    
•    সেরা ইউএই খেলোয়াড়: জুনাইদ সিদ্দিক
•    সেরা বোলার: অ্যান্ড্রু টাই
•    সেরা ব্যাটার: টিম ডেভিড
•    সেরা খেলোয়াড়: টিম ডেভিড

সর্বশেষ

জনপ্রিয়