শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
Friday , 16 January 2026
২ মাঘ ১৪৩২
২৬ রজব ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৮, ২১ অক্টোবর ২০২৫

শিক্ষকদের আমরণ অনশন চলছে, অসুস্থ কয়েকজন

শিক্ষকদের আমরণ অনশন চলছে, অসুস্থ কয়েকজন
ছবি: সংগৃহীত

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে সোমবার (২১ অক্টোবর) থেকে অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। অনশনে অংশ নেয়া কয়েকজন শিক্ষক মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান।

অন্যদিকে দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন  সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ‘আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ কখনো দেখেনি। সবাইকে ঢাকায় এনে যমুনা ঘেরাও করব।’

উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসাভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসবভাতা ৭৫ শতাংশ করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন করছেন শিক্ষক-কর্মচারীরা।

সর্বশেষ

জনপ্রিয়