শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
Friday , 16 January 2026
২ মাঘ ১৪৩২
২৬ রজব ১৪৪৭

দিপা হক

প্রকাশিত: ২২:৪০, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ২৩:২৭, ৩ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নির্বাচন সম্পন্ন, শাকির হোসাইন সভাপতি

বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নির্বাচন সম্পন্ন, শাকির হোসাইন সভাপতি

ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউকে-এর নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে শাকির হোসাইন, সাধারণ সম্পাদক পদে তৌহিদুল করিম মুজাহিদ এবং কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন।
রোববার (৩ আগস্ট) পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কের হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান।

নির্বাচনের আগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিবিসি বাংলা সার্ভিসের সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, লেবার পার্টির নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর শামসেদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, সিনিয়র সাংবাদিক জিআর সোহেল ও এডভোকেট আব্দুল হালিম হাওলাদার প্রমুখ।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: ভাইস প্রেসিডেন্ট মো: জুনায়েত রিয়াজ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, জয়েন্ট সেক্রেটারি এসএইচ সোহাগ, অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল’ অ‍্যাফেয়ার্স সেক্রেটারি মো: মাহবুবুল আলম তোহা, অর্গানাইজিং সেক্রেটারি আতাউর রহমান, ট্রেনিং সেক্রেটারি রিয়াদ আহসান, আইটি সেক্রেটারি রাজিব হাসান, পাবলিসিটি সেক্রেটারি শাকিল আহমেদ সোহাগ, পাবলিকেশন সেক্রেটারি মো. আবদুল কাদের জিলানী, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, কমিউনিটি এনগেইজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী, ওয়েলফেয়ার সেক্রেটারি মো. মুন্না মিয়া, সোশ্যাল মিডিয়া সেক্রেটারি আবদুল্লাহ আল তারিক।
নির্বাচন পরবর্তী এই আয়োজন ডিনার এবং সৌহার্দ্যপূর্ণ আড্ডার মাধ্যমে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান ও সাবেক সদস্য, ব্রিটিশ-বাংলাদেশি মিডিয়া ব্যক্তিত্ব এবং কমিউনিটি নেতৃবৃন্দ।
বাংলাদেশ প্রেসক্লাব ইউকে আশা করছে, নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখবে প্রবাসী সাংবাদিক সমাজের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে।
 

সর্বশেষ

জনপ্রিয়