শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
Friday , 22 August 2025
৬ ভাদ্র ১৪৩২
২৬ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩০, ৪ মে ২০২৫

বাংলাদেশ আইন সমিতি ইউকের বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ আইন সমিতি ইউকের বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

যুক্তরাজ‍্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতি ইউকে–এর ১২তম বার্ষিক সম্মেলন ও নির্বাচন শনিবার লন্ডনের দি অট্রিয়াম হলে অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার শিবলী সাদিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি ব্যারিস্টার কাজী আশিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সমিতির সদস্যবৃন্দ অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এই বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানজুড়ে ছিলো স্মৃতিচারণা এবং একে অপরের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের উচ্ছ্বাস।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য, প্রাক্তন সভাপতি ও সেক্রেটারি, কার্যনির্বাহী পরিষদের সদস্য, ব্যারিস্টার, সলিসিটর, আইনজীবী, বিচারক, বিভিন্ন পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্বসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সংগঠনের সদস‍্য খালিদ ইয়াহইয়ার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অতঃপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিদায়ী সভাপতি ব্যারিস্টার শিবলী সাদিক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং বিদায়ী সেক্রেটারি ব্যারিস্টার কাজী আশিকুর রহমান সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন। অর্থ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন অ্যাডভোকেট ঝুমুর দত্ত।

বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য বারোজন অ্যালামনাইকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিশেষ ফুলেল সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিশুদের জন্য একটি বিশেষ পর্বের আয়োজন করা হয় যেখানে তাদের অনুপ্রেরণা ও উৎসাহ দেওয়ার লক্ষ্যে উপহার প্রদান করা হয়। এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব ও সেবার চেতনায় উদ্বুদ্ধ করতে সহায়ক হবে বলে আয়োজকেরা উল্লেখ করেন।

ব্যারিস্টার নুরুল আমিন, অ্যাডভোকেট সাবেরা একরাম এবং কাউন্সিলর মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা করেন।

নতুন কার্যনির্বাহী কমিটিতে ব্যারিস্টার মুহাম্মাদ মুজিবুর রহমান প্রেসিডেন্ট এবং অ্যাডভোকেট মাহমুদা চৌধুরী আফরিন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।

এছাড়াও, সংগঠনের গঠনতন্ত্র নিয়ে একটি বিশেষ ভোটাভুটি অনুষ্ঠিত হয়, যা সদস্যদের মধ্যে গণতান্ত্রিক চেতনার পরিচায়ক হিসেবে বিবেচিত হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ব্যারিস্টার ইসরাত জাহান পল্লবী, খালিদ ইয়াহইয়া ও সাদিয়া আইরিন অন্তরা।

সর্বশেষ

জনপ্রিয়