শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
Friday , 22 August 2025
৬ ভাদ্র ১৪৩২
২৬ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩২, ১২ মে ২০২৫

যুক্তরাজ্যে নতুন অভিবাসন নীতিমালায় আসছে যেসব পরিবর্তন

যুক্তরাজ্যে নতুন অভিবাসন নীতিমালায় আসছে যেসব পরিবর্তন
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লেবার পার্টি সরকার অভিবাসন নিয়ন্ত্রণে একগুচ্ছ কঠোর নীতিমালা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, "সীমান্তের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনে অভিবাসনের হার কমানোই আমাদের লক্ষ্য।" নতুন নীতিতে স্থায়ী বসবাসের জন্য আবশ্যক সময়সীমা ৫ বছর থেকে বেড়ে ১০ বছর নির্ধারণ, ইংরেজি ভাষার দক্ষতায় কড়া মানদণ্ড এবং বিদেশি অপরাধীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর বিধান অন্তর্ভুক্ত হয়েছে।  

প্রধানমন্ত্রী স্টারমার সোমবার সংবাদ সম্মেলনে জানান, অভিবাসীদের সমাজের অংশ হতে হলে ভাষা ও সংস্কৃতিতে অভ্যস্ত হওয়া জরুরি। গত বছর নিট অভিবাসনের সংখ্যা ৭ লাখ ২৮ হাজার ছাড়িয়ে যাওয়ায় জনমনে অসন্তোষ বাড়ছে। এছাড়া, স্থানীয় নির্বাচনে অভিবাসনবিরোধী রিফর্ম পার্টির অগ্রগতিতে চাপে লেবার সরকার।  

নতুন নীতিমালায় বিদেশি অপরাধীদের দ্রুত ডিপোর্টেশনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। বর্তমানে এক বছরের বেশি সাজাপ্রাপ্তদের ফেরত পাঠানো হলেও এখন যেকোনো ফৌজদারি অপরাধেই এ পদক্ষেপ প্রযোজ্য হবে। পাশাপাশি, কম দক্ষ কর্মীদের জন্য ভিসা ৫০ হাজার কমানো হবে, অন্যদিকে চিকিৎসক, প্রকৌশলী বা এআই বিশেষজ্ঞদের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়া চালু করা হচ্ছে।  

ফ্রান্স থেকে নৌকায় চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসনরোধেও জোর দেওয়া হয়েছে। গত জুলাই থেকে ২৪ হাজার অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে।

সর্বশেষ

জনপ্রিয়