শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
Friday , 22 August 2025
৬ ভাদ্র ১৪৩২
২৬ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:০০, ১৮ জুন ২০২৫

ইংল্যান্ডজুড়ে চার দিনের তাপপ্রবাহ সতর্কতা

ইংল্যান্ডজুড়ে চার দিনের তাপপ্রবাহ সতর্কতা
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার শঙ্কায় আজ থেকে চালু হয়েছে চার দিনের 'হিট হেলথ অ্যালার্ট'। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) ইংল্যান্ডের সাতটি অঞ্চলের জন্য হলুদ স্তরের হিট হেলথ অ্যালার্ট জারি করেছে। এই সতর্কতা বুধবার দুপুর ১২টা থেকে কার্যকর হয়ে চলবে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

আক্রান্ত অঞ্চলগুলির মধ্যে রয়েছে ইয়র্কশায়ার অ্যান্ড দ্য হাম্বার, ইস্ট মিডল্যান্ডস, ওয়েস্ট মিডল্যান্ডস, ইস্ট অফ ইংল্যান্ড, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট এবং লন্ডন। ইউকেএইচএসএ'র সতর্কতা ব্যবস্থায় হলুদ সর্বনিম্ন স্তর (অ্যাম্বার ও রেডের নিচে) হলেও সংস্থাটি স্বাস্থ্য ও সামাজিক সেবার ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাবের আশঙ্কা প্রকাশ করেছে। এই ব্যবস্থা চরম তাপমাত্রার কারণে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাবের পূর্বাভাস দিতে সহায়তা করে।

মেট অফিসের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা মঙ্গল ও বুধবার ২৭°সে, বৃহস্পতিবার ২৯°সে, শুক্রবার ৩০°সে, শনিবার ৩২°সে এবং রবিবার সর্বোচ্চ ৩৩°সে পর্যন্ত পৌঁছাতে পারে। একটি অঞ্চলে টানা তিন দিন স্থানীয় তাপমাত্রার সীমা (ইংল্যান্ডের বেশিরভাগ এলাকায় ২৫-২৮°সে) অতিক্রম করলে তা তাপপ্রবাহ হিসেবে রেকর্ড করা হয়।

ইউকেএইচএসএ সতর্ক করেছে যে, এই উচ্চ তাপমাত্রার ফলে বিশেষ করে ৬৫ বছরের বেশি বয়সী বা স্বাস্থ্যগত সমস্যাযুক্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুহার বৃদ্ধি পেতে পারে। তরুণ বয়সীগণও আক্রান্ত হতে পারেন। স্বাস্থ্যসেবার চাহিদা বেড়ে যাওয়া এবং ঘরের ভেতর অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য হুমকি তৈরি হবে। 

এদিকে, দীর্ঘমেয়াদি দাবদাহ শুরুর আগেই দাবানলের ব্যাপারে কঠোর সতর্কতা জারি করেছে লন্ডন ফায়ার ব্রিগেড।

সর্বশেষ

জনপ্রিয়