বিশ্বকে বদলাতে ট্রাম্পের ‘পাগল তত্ত্ব’ কীভাবে কাজ করছে?
বিশ্ব রাজনীতির মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের আবির্ভাব যেন এক নতুন ধারা তৈরি করেছে। তার সিদ্ধান্ত, কথাবার্তা কিংবা আচরণ—সব কিছুতেই রয়েছে অস্থিরতা, অনিশ্চয়তা আর ধোঁয়াশা। কখন কী করবেন, সেটা আগাম বলা প্রায় অসম্ভব। আর এটাই ট্রাম্পের মূল শক্তি। তিনি নিজেকে বিশ্বের কাছে এমনভাবে উপস্থাপন করেছেন, যেন তিনি এক `অপ্রতিরোধ্য এবং খামখেয়ালি` নেতা। রাজনীতিতে এই কৌশলকে বলা হয় ‘পাগল তত্ত্ব’ বা ‘ম্যাডম্যান থিওরি’।