গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরবর্তী ধাপ কী হবে?
গাজায় দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে মধ্যপ্রাচ্য। সোমবার (১৩ অক্টোবর) মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই দিনই গাজা থেকে শেষ ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস, আর ইসরায়েল মুক্তি দেয় এক হাজার ৭১৮ জন ফিলিস্তিনি বন্দিকে।
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৩৬