শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
Friday , 16 January 2026
২ মাঘ ১৪৩২
২৬ রজব ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০০, ১৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:০১, ১৩ অক্টোবর ২০২৫

প্রথম দফায় ৭ জিম্মিকে হস্তান্তর করল হামাস, মধ্যপ্রাচ্যের পথে ট্রাম্প 

প্রথম দফায় ৭ জিম্মিকে হস্তান্তর করল হামাস, মধ্যপ্রাচ্যের পথে ট্রাম্প 
ছবি: সংগৃহীত

গাজায় হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। প্রথম দফায় আজ ২০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে। এরই মধ্যে ৭ জনকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস। অপরদিকে ইসরায়েলে আটক প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়া হবে।

আইসিআরসি জানিয়েছে, জিম্মি মুক্তির তদারকির জন্য তারা ‘বহুমুখী অভিযান’ শুরু করেছে। ২০ জন ইসরায়েলি জিম্মি ও ২ হাজার ফিলিস্তিনি বন্দীর মুক্তির তদারকি করছে সংস্থাটি। এরই মধ্যে ৭ জন জিম্মিকে তাদের কাছে হস্তান্তর করেছে হামাস।

এদিকে গাজায় যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। এয়ার ফোর্স ওয়ান যাত্রা শুরুর আগে ট্রাম্প জানান, ইসরায়েলে গিয়ে তিনি দেশটির পার্লামেন্টে ভাষণ দেবেন। এ ছাড়া মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আয়োজিত এক সম্মেলনে অংশ নেবেন। 

সংক্ষিপ্ত এ সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রাম্পের। পরে দেশটির পার্লামেন্টে ভাষণ দেবেন তিনি। জিম্মিদের কিছু পরিবারের সঙ্গেও দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর মিশরে গাজার ভবিষ্যৎ নিয়ে এক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ ২০টির বেশি দেশের নেতা অংশ নেবেন।

সর্বশেষ

জনপ্রিয়