বুধবার , ৩০ এপ্রিল ২০২৫
Wednesday , 30 April 2025
১৬ বৈশাখ ১৪৩২
০১ জ্বিলকদ ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫১, ২২ জানুয়ারি ২০২৫

৫০০ বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প ঘোষণা ট্রাম্পের

৫০০ বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প ঘোষণা ট্রাম্পের
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক বড় ঘোষণা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বুধবার ট্রাম্প যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) একটি বৃহৎ যৌথ উদ্যোগ শুরু করার ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
‘স্টারগেট’ নামে পরিচিত এই এআই অবকাঠামো প্রকল্পে যুক্ত হয়েছে টেক্সাসভিত্তিক জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, জাপানের সফটব্যাংক এবং চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প ঘোষণার সময় উপস্থিত ছিলেন সফটব্যাংকের সিইও মাসায়োশি সন, ওপেনএআইয়ে স্যাম অল্টম্যান ও ওরাকলের ল্যারি এলিসনের মতো প্রযুক্তি জগতের প্রখ্যাত ব্যক্তিত্বরা। 
ঘোষণার পর ট্রাম্প বলেন, ‘এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো প্রকল্প। ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে এআই অবকাঠামোতে।’
ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান বলেন, ‘এটাই এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প’।
ওরাকলের ল্যারি এলিসন জানান, টেক্সাসে ডেটা সেন্টার নির্মাণের কাজ চলমান। এজন্য সেখানে দশটি ভবন নির্মাণ করা হচ্ছে, যা পরে দ্বিগুণ হবে।
সফটব্যাংক ও ওপেনএআই বিবৃতিতে জানায়, এই প্রকল্পে আরও যুক্ত থাকবে মাইক্রোসফট, আরম ও এনভিডিয়ার মতো প্রযুক্তি জায়ান্ট।
প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। পরবর্তী ৪ বছরে এটি ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এই অর্থ ব্যবহার করে ‘বৃহদাকার’ ডেটা সেন্টার এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ভবিষ্যতকে সমর্থন করবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
 

সর্বশেষ

জনপ্রিয়