বিএনপির মতো শক্তি পাশে ছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছে: নূর

বিএনপির মতো একটি শক্তি পাশে ছিল বলেই জুলাই অভ্যুত্থান সফল হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর। বৃহস্পতিবার রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে প্রামাণ্যচিত্র ‘জুলাই ৩৬’-এর প্রদর্শনীতে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জুলাই অভ্যুত্থানের সক্রিয় শক্তিগুলোর মধ্যে বিভেদ কাম্য নয়, যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে।
আওয়ামী লীগের জুলুম-নির্যাতন এবং জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত এই প্রদর্শনীর আয়োজন করে বেসরকারি টেলিভিশন আরটিভি। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, বিগত দিনে পুলিশ-প্রশাসন দেশের নয়, আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করেছে। সেজন্যই দেশে অভ্যুত্থান হয়েছে।
রিজভী বলেন, ‘১৬ বছরের এই ঘটনাগুলো জনসমাজের মধ্যে প্রচণ্ড আলোড়ন তুলেছে। প্রথমেই তো প্রতিরোধের জন্য এগিয়ে আসে না। ক্ষোভ-বিক্ষোভের মধ্য দিয়ে জনসমাজের মধ্যে যে তীব্র দ্রোহ তৈরি হয়, সেটা হতে হতে তার সম্পূর্ণ বহিঃপ্রকাশ আমরা দেখলাম জুলাইয়ে।’
গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর জানান, জুলাই অভ্যুত্থান কারও একার পক্ষে সম্ভব ছিল না। সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এ অভ্যুত্থানে।
নূর বলেন, ‘এই আন্দোলন-সংগ্রামে বিএনপির মতো একটি সংগঠিত শক্তি যদি না থাকতো, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আমরা যখনই আন্দোলন করেছি—কোটা সংস্কার আন্দোলন ২০১৮ থেকে ২০২৪—সব সময়ই তাদের কোঅর্ডিনেশন ও সাহায্য ছিল। তারা ফ্রন্টে ছিল না, কিন্তু পেছন থেকে সব ধরনের সাপোর্ট করেছে।’
ভবিষ্যতে আর কেউ যেন স্বৈরাচার হতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান বক্তারা।