শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
Friday , 22 August 2025
৬ ভাদ্র ১৪৩২
২৬ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৭, ১৮ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র সংগ্রহ, ভিপি পদে আবিদুল

ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র সংগ্রহ, ভিপি পদে আবিদুল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ছাত্রদলের প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ করেছে।  এতে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভিপি পদে মনোনয়নপত্র নিয়েছেন আবিদুল ইসলাম খান ও জিএস পদে তানভীর বারি হামীম। সোমবার (১৮ আগস্ট) ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১১ আগস্ট। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৯ আগস্ট, বাছাই হবে ২০ আগস্ট। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট, চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ আগস্ট।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ঢাবি অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। তবে স্বাধীনতার পর ৫৩ বছরে মাত্র ৮ বার নির্বাচন হয়েছে। শতবর্ষী ঢাবিতে এ পর্যন্ত ৩৭ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ২৯টিই ব্রিটিশ ও পাকিস্তান আমলে।
 

সর্বশেষ

জনপ্রিয়