শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
Friday , 22 August 2025
৬ ভাদ্র ১৪৩২
২৬ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫১, ১৮ আগস্ট ২০২৫

মুরাদনগর ট্রিপল হত্যা

উপদেষ্টা আসিফের পরিবারকে অভিযুক্ত করলেন নিহত রুবির দ্বিতীয় স্বামী

উপদেষ্টা আসিফের পরিবারকে অভিযুক্ত করলেন নিহত রুবির দ্বিতীয় স্বামী
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজন হত্যার মামলায় নিহত রুবি আক্তারের দ্বিতীয় স্বামী খলিলুর রহমান জুয়েল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পরিবারকে দায়ী করে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, আসিফ মাহমুদের আত্মীয়স্বজন ও সমর্থকরা অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে সাজানো বক্তব্য দিতে বাধ্য করেছেন।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জুয়েল এ অভিযোগ করেন।

জুয়েল জানান, হত্যাকাণ্ডের পর এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া তার সাক্ষাৎকারে তিনি আসিফ মাহমুদের বাবাকে ইঙ্গিত করে বক্তব্য দেন। ওই বক্তব্য প্রচারের পরপরই আসিফ মাহমুদের আত্মীয়স্বজন, স্থানীয় সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রেক্ষিতে গত ৩১ জুলাই আসিফ মাহমুদের চাচাতো ভাই ওবায়দুল্লাহসহ একদল সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ক্যামেরার সামনে তাদের সাজানো বক্তব্য দিতে বাধ্য করা হয়।

জুয়েল বলেন, রাষ্ট্রের ক্ষমতাশালী উপদেষ্টার ক্ষমতার কাছে আমরা আজ অসহায়। জুলুমের শিকার হয়েও বলতে পারি না, আমরা জুলুমের শিকার। বরং আমাদের মুখ দিয়ে বলানো হচ্ছে তাদের মিথ্যা, বানোয়াট বক্তব্য। 

খলিলুর রহমান জুয়েল বলেন, তিনি ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চরম ঝুঁকিতে রয়েছে। তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ যেভাবে স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছে, ঠিক সেভাবেই এই জালিমের কালো হাত ভেঙে দিয়ে আমার পরিবারকে রক্ষা করবে।
 
নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে এবং জীবনের নিরাপত্তা রক্ষায় সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান জুয়েল। 

সর্বশেষ

জনপ্রিয়