শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
Friday , 22 August 2025
৬ ভাদ্র ১৪৩২
২৬ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৯, ২১ আগস্ট ২০২৫

যারা পিআর পদ্ধতি চায় তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে: আলাল

যারা পিআর পদ্ধতি চায় তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে: আলাল
ছবি: সংগৃহীত

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন যারা চায় ইতোমধ্যে তারা ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ব্যাপার দুটোকে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের জবাবে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এসব বলেন।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন ইতোমধ্যে তারা ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। দুটো সাংঘর্ষিক ব্যাপার একত্রিত হয় কি করে? পিআর পদ্ধতি যদি হয় তাহলে তো প্রার্থী ঘোষণার প্রয়োজনই নাই।

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আলাল বলেন, ‘যারা নির্বাচন হতে দেওয়া হবে না বলছেন– এগুলো তারা তাদের বয়স, আবেগ এবং অপরিপক্কতার কারণে বলছেন।’

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং আমরা চাই নির্বাচন ফেব্রুয়ারিতে হোক। একটা একাউন্টেবল গভর্নমেন্ট জনগণের কাছে যাদের জবাবদিহিতা আছে  এই একাউন্টেবেল গভার্নমেন্ট না থাকার কারণে দেশে বিনিয়োগ পর্যন্ত হচ্ছে না। একাউন্টেবল গভার্নমেন্ট আসলে পরেই অর্থনীতি সমৃদ্ধ হবে।’ 

ব্যাংক খাতকে নতুন করে পুনর্বাসিত করার জন্য দায়বদ্ধ সরকারের প্রয়োজনীয়তা আছে উল্লেখ আলাল বলেন, ‘ব্যাংক খাত প্রায় ধ্বংস হয়ে গেছে। ব্যাংক খাতকে নতুন করে পুনর্বাসিত করার জন্য দায়বদ্ধ সরকারের প্রয়োজনীয়তা রয়েছে। এদিক থেকেও নির্বাচনটা ফেব্রুয়ারিতেই দরকার।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আলাল বলেন, ‘তাঁর (তারেক) স্পর্শকাতর একটি মমলা– যেটা অ্যাপিলেট ডিভিশনে শুনানি চলছে। এই মামলাটির রায় ঘোষণার পরেই যদি খালাস পেয়ে যান, তাহলে তিনি সমস্ত মামলা থেকে মুক্তি পেয়ে যাবেন। তারপরই তিনি আসবেন– এমনটাই আমাদের ধারণা।’ 

আয়োজিত মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়