শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
Friday , 22 August 2025
৬ ভাদ্র ১৪৩২
২৬ সফর ১৪৪৭

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪, ১৮ আগস্ট ২০২৫

বিয়ের প্রস্তাব হলে ভেবে দেখব: সাদিয়া আয়মান

বিয়ের প্রস্তাব হলে ভেবে দেখব: সাদিয়া আয়মান
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন সাদিয়া আয়মান। এবারের ঈদে তিনি তানিম নূরের সিনেমা ‘উৎসব’ আর অমিতাভ রেজা চৌধুরীর সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য় অভিনয় করে নজর কেড়েছেন। প্রশংসিতও হয়েছেন। এছাড়া হাতে রয়েছে বেশ কিছু কাজ। 

সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। দিনে দিনে বাড়ছে সাদিয়া আয়মানের ভক্তসংখ্যা। সেই সঙ্গে বাড়ছে তাকে ঘিরে কৌতুহলও। অভিনেত্রী সাদিয়া আয়মানের ব্যক্তি জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহের সীমা নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন সাদিয়া। জানান, প্রেম ভালোবাসা ও বিয়ের প্রসঙ্গেও।

সাদিয়া বলেন, পছন্দের ব্যাপারটা সুন্দর করে বলাটা জরুরি। ‘আই লাভ ইউ’ ব্যাপারটা আমার কেমন যেন ক্রিঞ্জ লাগে। যদি কেউ ডিরেক্ট প্রপোজ করে বলে ‘আই লাভ ইউ’, আমার ওটা ভালো লাগে না। কোনো ফিউচার প্ল্যান করে যদি হয় এমন হয় যে, ‘আমি পছন্দ করি সো আই হ্যাভ এ ফিউচার প্ল্যান’- যেমন বিয়ে করব। ওরকম হলে ঠিকঠাক আছে। কিন্তু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না।

অভিনেত্রী জানান, হুটহাট ভালোবাসার প্রস্তাব এলে বিব্রত হন তিনি। কেউ যদি ভবিষ্যৎ প্ল্যান নিয়ে প্রেমের প্রস্তাব দেয়; তাহলে ভেবে দেখার ইচ্ছা আছে।

সর্বশেষ

জনপ্রিয়