অপু বিশ্বাসের রহস্যময় পোস্ট ঘিরে জল্পনা

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সবসময়ই ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সরব। এবার সাদা গোলাপ হাতে একগুচ্ছ ছবি শেয়ার করে আবারও নেটিজেনদের মাঝে কৌতূহল ছড়ালেন এই চিত্রনায়িকা।
শনিবার (২৩ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় সাজগোজ করা কয়েকটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিতে দেখা গেছে তাকে।
ছবির ক্যাপশনে অপু লেখেন, ‘যেখানে ভালোবাসা আছে, সেখানে জীবন আছে।’
এ পোস্টের পরই কমেন্টে ভক্তদের ভালোবাসায় ভাসছেন তিনি। অনেকে জানতে চেয়েছেন, সাদা গোলাপ কাকে উপহার দিতে চাইছেন অপু বিশ্বাস? কেউ কেউ আবার মন্তব্যে শাকিব খানের প্রসঙ্গও তুলেছেন।
এর আগে যুক্তরাষ্ট্রে শাকিব খান ও বুবলীর কিছু ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে ঢালিউড। তখনও নেটিজেনরা অপুর প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন। তিনি কৌশলী জবাব দিয়ে জানিয়েছিলেন নিজের অবস্থান।
সম্প্রতি এক অনুষ্ঠানে ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, কিন্তু মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মতো মানুষ করে আব্রামকে সবার সামনে উপস্থাপন করতে পারব।’
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘দর্শক-ভক্তদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা ও দোয়া পেয়েছি। আমি চাই, তারা যেন সব সময় সেই ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন।’
উল্লেখ্য, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে ঢালিউডে নায়িকা হিসেবে আলোচনায় আসেন অপু বিশ্বাস। এর আগে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় সফল জুটি বেঁধে কাজ করেন, যা ঢালিউডে একসময় সবচেয়ে জনপ্রিয় নায়ক-নায়িকার জুটি হিসেবে প্রশংসিত হয়েছিল।