শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
Friday , 22 August 2025
৬ ভাদ্র ১৪৩২
২৬ সফর ১৪৪৭

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ২০ আগস্ট ২০২৫

মায়ের মতো একটা বউ পেয়েছি: জাহিদ হাসান 

মায়ের মতো একটা বউ পেয়েছি: জাহিদ হাসান 
ছবি: সংগৃহীত

দেশের আদর্শ তারকা দম্পতি হিসেবে বিবেচিত জাহিদ-মৌ দম্পতি। দুই দশক হলো একই ছাদের নিচে আছেন। কখনও টু-শব্দ শোনা না গেলেও সামাজিক অনুষ্ঠানগুলোতে একসঙ্গে দেখা যায় না জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌকে। এতে অনেকে ধরে নেন ভালো নেই তারা।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাহিদ হাসান। বিহাইন্ড দ্য ফ্রেম উইদ আরআরকে পডকাস্টে অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেখানে জানান দাম্পত্য জীবনে ভালো আছেন তারা। এ সময় ‘মৌকে মায়ের মতো বউ’ বলে উল্লেখ করেন। 

জাহিদ বলেন, ‘আমরা ভালো আছি। কিছু লোক তো থাকেই এমনটা ভাবার জন্য। কিছু একটা বের করা লাগবে, এ জন্য এসব বলে বেড়ায়।’ জাহিদ হাসান জানান, মৌ তার সব বিষয়ে খেয়াল রাখেন। তাকে রান্না করে খাওয়ান।

এরপরই অভিনেতার ভাষ্য, ‘মানুষ এ কথাকে কীভাবে নেবে জানি না। আমি আসলেই মায়ের মতো একটা বউ পেয়েছি। মা যেভাবে আদর করে, টেক কেয়ার করে। আবার মাঝে মাঝে বিরক্তও হয়। আমাদের কখনও ইগোর সংঘাত হয় না। কারণ, সে আমার চেয়ে ভালো মনের মানুষ।’

একসঙ্গে কোথাও না যাওয়া প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘এ বিষয়ে মানুষ আসলে ঠিক কথাই বলে। একসঙ্গে তো কোথাও আসলেই যাই না। আমার শুটিং থাকে রাত করে। এত বছর শুটিংয়ের কারণেই একত্রে কোথাও যেতে পারিনি। যারা মন্তব্য করে, তারা হয়তো জানে না, আমার আপন ভাইয়ের বিয়েতেও আমি যেতে পারিনি।

সর্বশেষ

জনপ্রিয়