শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
Friday , 16 January 2026
২ মাঘ ১৪৩২
২৬ রজব ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৯, ২২ অক্টোবর ২০২৫

বাংলাদেশের ইতিহাসে প্রথম কার্বন-নিউট্রাল শিশু রুহাব

বাংলাদেশের ইতিহাসে প্রথম কার্বন-নিউট্রাল শিশু রুহাব
ছবি: সংগৃহীত

পরিবেশ রক্ষায় যখন বিশ্বজুড়ে চলছে নানা উদ্যোগ, ঠিক তখনই বাংলাদেশের এক ছোট্ট শিশু হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক। সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের মাত্র আট মাস বয়সী আয়ান খান রুহাব পেয়েছে দেশের প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে স্বীকৃতি। এই অনন্য অর্জন বাংলাদেশে পরিবেশ সচেতনতার নতুন এক অধ্যায় সূচনা করেছে।

রুহাবের বাবা ইমরান রাব্বি পরিবেশবাদী সংগঠন ‘গ্রীনম্যান’-এর প্রতিষ্ঠাতা সভাপতি, আর মা আয়শা আক্তার সংগঠনটির সমন্বয়ক হিসেবে কাজ করেন। তাদের লক্ষ্য—শিশুর জন্মের মুহূর্ত থেকেই পৃথিবীর প্রতি দায়িত্ববোধ গড়ে তোলা।

রুহাবের জন্ম হয় ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি। তার জীবনব্যাপী সম্ভাব্য কার্বন নিঃসরণ অফসেট করতে তার বাবা-মা গত সেপ্টেম্বর মাসে সাতক্ষীরার শিবপুর গ্রামে ৫৮০টি ফলজ ও বনজ গাছ রোপণ করেছেন। এর মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, আমড়া, সুপারি ও নিমসহ স্থানীয় প্রজাতির গাছ।

এই উদ্যোগের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD)। ঢাকা প্ল্যান্টারসের আয়োজিত এক অনুষ্ঠানে রুহাবকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়।

ইমরান রাব্বি বলেন, “আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাসে বড় হতে পারে। এটি শুধু তার নয়, আমাদের পৃথিবীর জন্যও একটি ক্ষুদ্র কিন্তু অর্থবহ প্রচেষ্টা।”

রুহাবের মা আয়শা আক্তার বলেন, “আমরা আমাদের ছেলের নামে গাছ লাগিয়েছি, কিন্তু তা সবার শিশুর জন্যই উপকারে আসবে। প্রত্যেক অভিভাবক যদি নতুন সন্তানের জন্মে কয়েকটি গাছ লাগান, তবে তা হবে ভবিষ্যতের জন্য সবচেয়ে সুন্দর উপহার।”

সর্বশেষ

জনপ্রিয়