বুধবার , ৩০ এপ্রিল ২০২৫
Wednesday , 30 April 2025
১৬ বৈশাখ ১৪৩২
০১ জ্বিলকদ ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:১৮, ২৮ এপ্রিল ২০২৫

ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশন এ সংক্রান্ত গেজেট জারি করেছে।

ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। এর আগে, চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি নেতা শাহাদাত হোসেনও আদালতের রায়ে মেয়র ঘোষিত হন এবং তার নামে গেজেট প্রকাশ করা হয়। বর্তমানে শাহাদাতই একমাত্র মেয়র, যিনি সিটি করপোরেশনের দায়িত্বে রয়েছেন।

২০২০ সালের এক ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণে আরেক আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। 

নির্বাচনে তাপস পেয়েছিলেন চার লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট এবং ইশরাক দুই লাখ ৩৬ হাজার ৫১২ ভোট পেয়েছিলেন। এরপর ইশরাক কারচুপি ও অনিয়মের অভিযোগ নিয়ে আদালতে মামলা করেন।

নির্বাচন কমিশন ওই বছরের দুই ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে। এরপর থেকে তারা শপথ নিয়ে মেয়র পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়