বুধবার , ৩০ এপ্রিল ২০২৫
Wednesday , 30 April 2025
১৬ বৈশাখ ১৪৩২
০১ জ্বিলকদ ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৯, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৩৯, ২৭ এপ্রিল ২০২৫

জেল-গুম-খুন হওয়া বিএনপি নেতাকর্মীদের ক্ষতিপূরণ কে দেবে, প্রশ্ন আমীর খসরুর

জেল-গুম-খুন হওয়া বিএনপি নেতাকর্মীদের ক্ষতিপূরণ কে দেবে, প্রশ্ন আমীর খসরুর
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে বিএনপির যে নেতাকর্মীদের জেল, গুম ও খুন হওয়াসহ মামলা দিয়ে ‘হয়রানি’ করা হয়েছে, তাদের ক্ষতিপূরণ কে দেবে, সেই প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নিরাপদ সড়ক আন্দোলনে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পাওয়ার পর রোববার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রাজধানীর শাহবাগ থানার এ মামলায় আমীর খসরুসহ পাঁচজনকে খালাস দেন। 

খসরু সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে ৪২টা মামলা। বিগত বছরগুলোতে সপ্তাহে দুই দিন তো আমাদের কোর্টেই সময় দিতে হত। এখান থেকে বেরিয়ে আসার জন্য কতদিন লাগবে জানি না। আজকে একটার রায় হয়েছে। আরও অনেক মামলা আছে। বাংলাদেশে শুধু আমি না, বিএনপির ৬০ লাখের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তাদের জেলে নেওয়া হয়েছে। গুম, খুন করা হয়েছে। তাদের বাড়ি ছাড়তে হয়েছে। চাকরি-ব্যবসা ছাড়তে হয়েছে।

আমীর খসরু বলেন, গণতন্ত্রের আন্দোলন যারা শুরু করেছে, তাদের কী হবে, ১৬ বছর ধরে যারা ত্যাগ শিকার করেছে তাদের ক্ষতিপূরণের কী হবে? তাদের জন্য তো কিছু দেখতে পাচ্ছি না। গত ১৫-১৬ বছর ধরে বিচারের নামে প্রহসন চলেছে। 
 
বিচার বিভাগ প্রসঙ্গে খসরু বলেন, বিচার বিভাগের স্বাধীন সচিবালয়ের দাবি প্রথম তুলেছে বিএনপি। কেউ না করলেও বিএনপি ক্ষমতায় এলে স্বাধীন সচিবালয় বাস্তবায়ন করবে।
 
নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে যড়যন্ত্রের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমীর খসরুসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।
 
খালাস পাওয়া অন্য আসামিরা হলেন- ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী, মো. রফিকুল ইসলাম নয়ন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ও রবিউল ইসলাম রবি।

সর্বশেষ

জনপ্রিয়