বুধবার , ৩০ এপ্রিল ২০২৫
Wednesday , 30 April 2025
১৬ বৈশাখ ১৪৩২
০১ জ্বিলকদ ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৪০, ২৭ এপ্রিল ২০২৫

দুই পুত্রবধূ নিয়ে বুধবারের মধ্যেই দেশে ফিরছেন খালেদা জিয়া

দুই পুত্রবধূ নিয়ে বুধবারের মধ্যেই দেশে ফিরছেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

নির্ধারিত সময় অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের বুধবারের মধ্যেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। ঢাকা ও লন্ডনের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসভবনে চিকিৎসাধীন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তাকে দেশে ফেরাতে কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বুধবারের মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া। তার সঙ্গে ফিরবেন পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার জন্য গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে চিঠি পাঠান। 

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকারও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে খালেদা জিয়াকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিলের মধ্যে তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ জানুয়ারি তাকে লন্ডন ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়