বুধবার , ৩০ এপ্রিল ২০২৫
Wednesday , 30 April 2025
১৬ বৈশাখ ১৪৩২
০১ জ্বিলকদ ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৭, ২৭ এপ্রিল ২০২৫

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত চায় না বাংলাদেশ

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত চায় না বাংলাদেশ
ছবি: সংগৃহীত

কাশ্মীরে সন্ত্রাসী হামলার ইস্যুতে প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, দেশ দুটির মধ্যে কোনো সংঘাত সৃষ্টি হোক এটা বাংলাদেশ চায় না।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভারত-পাকিস্তানের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় বাংলাদেশের অবস্থান কী এবং এর কোনো প্রভাব বাংলাদেশে পড়বে কি না- সাংবাদিকের এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, আমাাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। ভারত-পাকিস্তানের মধ্যে বৈরিতা দীর্ঘদিনের। আমরা চাই না তাদের মধ্যে বড় কোনো সংঘাত সৃষ্টি হোক।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চাইব আলাপ-আলোচনার মাধ্যমে একটি সুরাহা হোক। ইতোমধ্যে মধ্যস্থতার কথা উঠেছে। যেভাবেই হোক উত্তেজনা প্রশমিত হোক- এটা আমরা চাই।

সৌদি আরব কিংবা ইরান মধ্যস্থতা করতে পারলে বাংলাদেশ কেন নয়- এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, আমি মনে করি না এই মুহূর্তে আমাদের এ ধরনের কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আছে। তবে তারা চাইলে আমরা সহায়তা করতে পারি। আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না।

ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিরা গ্রেফতার হচ্ছে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখন পর্যন্ত পত্রপত্রিকায় দেখছি, অফিসিয়াল কিছু জানানো হয়নি। অফিসিয়াল জানালে দেখব। তাছাড়া তারা বাংলাদেশি কি না এটা প্রমাণসাপেক্ষ। 

সর্বশেষ

জনপ্রিয়