মঙ্গলবার , ০৮ জুলাই ২০২৫
Tuesday , 08 July 2025
২৩ আষাঢ় ১৪৩২
১১ মুহররম ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৩, ৫ জুলাই ২০২৫

জুলাই শহীদ ও নির্যাতিত পেশাজীবীদের পরিবারকে সম্মাননা দেবে বিএনপি

জুলাই শহীদ ও নির্যাতিত পেশাজীবীদের পরিবারকে সম্মাননা দেবে বিএনপি
ছবি: সংগৃহীত

আগামী ২১ জুলাই চব্বিশের গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে আলোচনা সভা, আওয়ামী দুঃশাসনের প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং শহীদ ও নির্যাতিত পেশাজীবীদের পরিবারকে সম্মাননা দেবে বিএনপি। কর্মসূচি সফল করার লক্ষ্যে শুক্রবার (৫ জুলাই) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সংগঠনটির সদস্য সচিব কাদের গনি চৌধুরী সঞ্চালনা করেন।

এতে আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ব্যারিস্টার কায়সার কামাল, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান প্রমুখ।
 

সর্বশেষ

জনপ্রিয়