রোববার , ২৪ আগস্ট ২০২৫
Sunday , 24 August 2025
৮ ভাদ্র ১৪৩২
২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ৩ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ফেরিডুবি, প্রাণ গেল ৪ জনের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ফেরিডুবি, প্রাণ গেল ৪ জনের
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৩৮ জন এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে পূর্ব জাভা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের কর্মকর্তা থালিব এই তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২ জুলাই) রাতের দিকে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি। প্রায় ৩০ মিনিট পর সেটি সাগরে ডুবে যায়।

বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, উদ্ধার হওয়া আরোহীদের অনেকেই ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে থাকার কারণে অচেতন অবস্থায় ছিলেন।

বুধবার রাত থেকেই নয়টি উদ্ধারকারী নৌযান নিখোঁজদের সন্ধানে কাজ করছে। সাগরে ঢেউয়ের উচ্চতা দুই মিটার পর্যন্ত উঠছিল, যা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ফেরি দুর্ঘটনা ইন্দোনেশিয়ায় নিয়মিত ঘটনা। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত এবং মানুষজন দ্বীপ থেকে দ্বীপে যাতায়াতে ফেরির ওপর নির্ভর করে। অনেক সময়ই এসব নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে না।

সর্বশেষ

জনপ্রিয়