রাশিয়ায় ভূমিকম্পের জেরে বিভিন্ন অঞ্চলে সুনামি

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের জেরে দেশটির কিছু অংশের পাশাপাশি জাপানের হোক্কাইডো ও হাওয়াইয়ের হনুলুলুতে সুনামি আছড়ে পড়েছে। সুনামির আশঙ্কায় ফিলিপাইন, ইকুয়েডর, চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও পেরুর বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় আজ বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে এই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা– ইউজিএস বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ৮।
কামচাটকা অঞ্চলে এরই মধ্যে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে। রাশিয়ার আঞ্চলিক জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী সের্গেই লেবেদেভ জানান, ভূমিকম্পের ফলে ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি তৈরি হয়েছিল।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, রাশিয়ায়র সেভেরো-কুরিলস্ক বন্দর এলাকায় সুনামির আঘাতে বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং নোঙর করা কয়েকটি জাহাজকে টেনে নিয়ে যায়। আর ভূমিকম্পে পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি অঞ্চলে একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে।
রাশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।
এই ভূমিকম্পের জেরে জাপানের হোক্কাইডোতে সুনামি আঘাত হেনেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া আমেরিকার হাওয়াইয়ের হনুলুলুতে আছড়ে পড়েছে সুনামি।