ইতিহাস গড়া এক সন্ধ্যায় যুক্তরাষ্ট্র-জাপানের ‘সবচেয়ে বড়’ বাণিজ্য চুক্তি

বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন ইতিহাস রচিত হলো ২২ জুলাই রাতে। ওয়াশিংটনের হোয়াইট হাউজে এক সংবর্ধনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, “আমি ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করেছি — জাপানের সঙ্গে।” এই ঘোষণার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী আলোচনার ঝড় উঠেছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও জানান, “আমরা জাপানের সঙ্গে একটি বিশাল চুক্তি সম্পন্ন করেছি — সম্ভবত এটিই ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি।” চুক্তির আওতায় জাপানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ১৫ শতাংশ ‘পারস্পরিক’ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি জাপান যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে ৫৫০ বিলিয়ন ডলার।
এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র ৯০ শতাংশ মুনাফা পাবে এবং কয়েক লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও দাবি করেছেন ট্রাম্প। তার ভাষায়, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাপান তাদের বাজার খুলে দিচ্ছে — গাড়ি, ট্রাক, চাল এবং অন্যান্য কৃষিপণ্যের জন্য।”
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানান, জাপান সরকার চুক্তির বিস্তারিত পর্যালোচনা করবে এবং প্রয়োজনে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবে। যদিও এখনো কোনো নির্দিষ্ট শর্ত প্রকাশ করা হয়নি, তবে উভয় দেশই এই চুক্তিকে বৈশ্বিক সহযোগিতা ও উন্নয়নের নতুন দিগন্ত হিসেবে দেখছে।
২০২৪ সালে জাপান যুক্তরাষ্ট্রে ১৪৮ বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করেছিল, অন্যদিকে যুক্তরাষ্ট্র জাপানে রপ্তানি করেছিল ৮০ বিলিয়ন ডলারের পণ্য। সেই সঙ্গে জাপান যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঋণদাতা — তাদের হাতে রয়েছে ১.১ ট্রিলিয়ন ডলারের মার্কিন ট্রেজারি বন্ড।