বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

বঙ্গোপসাগরে মাত্র দেড় ঘণ্টার মধ্যে পরপর চারটি ভূমিকম্প অনুভূত হয়। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাতে ভূমিকম্পগুলো আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ। এর কেন্দ্র ছিল আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে সমুদ্রতলের ১০ কিলোমিটার গভীরে। সেটা ছিল ৫ মাত্রার ভূমিকম্প।
এরপর কাছাকাছি এলাকায় আরও তিনটি ভূমিকম্প হয়েছে। সেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫, ৪ দশমিক ৯, ও ৪ দশমিক ৬। সর্বশেষ ভূমিকম্পটি ঘটে রাত সোয়া ১১টার দিকে।
তবে এসব ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
এদিকে বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর জাপান, হাওয়াই, উত্তর ও মধ্য আমেরিকা, নিউজিল্যান্ড পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়।
রাশিয়ায় ব্যাপক ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগর অঞ্চলে যে সুনামি পরিস্থিতি দেখা দিয়েছে— তা আগামী ২৪ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাপান।
দেশটির আবহাওয়া দপ্তরের একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, “সুনামির বিধ্বংসী ক্ষমতা নির্ভর করে ভূমিকম্পের মাত্রার ওপর। রাশিয়ায় যে মাত্রার ভূমিকম্প থেকে এই সুনামি এসেছে— আমরা আশঙ্কা করছি যে আগামী ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও সুনামি পরিস্থিতি থাকবে।”