মঙ্গলবার , ০৮ জুলাই ২০২৫
Tuesday , 08 July 2025
২৩ আষাঢ় ১৪৩২
১১ মুহররম ১৪৪৭

প্রকাশিত: ১০:২১, ৫ জুলাই ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৩৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৩৮ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) থেকে শুক্রবার (৪ জুলাই) পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৬২৫ জন। খবর আনাদোলুর।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মোট ৫৭ হাজার ২৬৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জনে পৌঁছেছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, “অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে রয়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।”

শুক্রবারের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত খাদ্য সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ৭১৪ জন এবং আহত হয়েছেন ৪ হাজার ৮৩৭ জন।

ইসরায়েল সমর্থিত নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থাকে “মৃত্যুকূপ” বলে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছেন, এই ব্যবস্থার মাধ্যমে ত্রাণের পরিবর্তে ফিলিস্তিনিদের মৃত্যু আরও ত্বরান্বিত হচ্ছে।

গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করে, যা জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে। এরপর থেকে গাজায় নতুন করে ৬ হাজার ৭১০ জন নিহত ও ২৩ হাজার ৫৮৪ জন আহত হয়েছেন।

এদিকে গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলমান রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়