মঙ্গলবার , ০৮ জুলাই ২০২৫
Tuesday , 08 July 2025
২৩ আষাঢ় ১৪৩২
১১ মুহররম ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৭, ২৩ জুন ২০২৫

ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার অঙ্গীকার খামেনির

ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার অঙ্গীকার খামেনির
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা চালানোর পর এক্সে (সাবেক টুইটার) দেওয়া প্রথম বিবৃতিতে তিনি বলেন, “জায়নিস্ট শত্রু বড় একটি ভুল করেছে, ভয়ঙ্কর অপরাধ করেছে। এর শাস্তি হওয়া উচিত—আর সেটাই হচ্ছে; এখনই তা হচ্ছে।”

তিনি আরও বলেন, ইসরায়েলের এই আগ্রাসনের ফল তাদের চরমভাবে ভোগ করতে হবে।

পোস্টের সঙ্গে একটি ছবিও সংযুক্ত ছিল, যেখানে একটি জ্বলন্ত ভবনের পটভূমিতে ডেভিড তারকাযুক্ত একটি আগুনে পোড়া খুলি দেখা যায়।

গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন। 

তবে শনিবার এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

নিন্দা জানিয়ে এ হামলাকে জঘন্য কাজ বলে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থা জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ তিন পারমাণবিক স্থাপনায় শক্রুর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

সর্বশেষ

জনপ্রিয়