মঙ্গলবার , ০৮ জুলাই ২০২৫
Tuesday , 08 July 2025
২৩ আষাঢ় ১৪৩২
১১ মুহররম ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ৩০ জুন ২০২৫

‘ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

‘ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’
ছবি: সংগৃহীত

ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শিগগিরই আবার হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তেহরানের একজন বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ। তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতির সময়কাল খুবই সীমিত এবং এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরবর্তী আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

রবিবার (২৯ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক আলোচনায় তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি বলেন, ‘বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল ও আমেরিকার জন্য কেবল সাময়িক বিরতি। তারা খুব দ্রুত ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরু করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে আসা তথ্য ও গোয়েন্দা রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানে আকস্মিক ও ধ্বংসাত্মক হামলা চালাতে পারে।’

মোত্তাকি মনে করেন, যুদ্ধবিরতির এই সময়কে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন ও প্রস্তুতি সম্পন্ন করার সুযোগ হিসেবে ব্যবহার করছে। তিনি ইরানি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, ‘এই যুদ্ধবিরতিকে যদি আমরা হালকাভাবে নেই, তাহলে বড় ধরনের বিপদের মুখে পড়তে হতে পারে। এবার ইরানি কর্মকর্তারাই হামলার মূল লক্ষ্যবস্তু হতে পারেন।’

উল্লেখ্য, টানা ১২ দিন ধরে চলা ইরান-ইসরায়েল সংঘাতের পর গত ২৪ জুন উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে যুদ্ধবিরতির শর্ত, কার্যকারিতা এবং স্থায়িত্ব নিয়ে শুরু থেকেই সংশয় রয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে এবং যেকোনো সময় পরিস্থিতি আবার ভয়াবহ সংঘর্ষের দিকে মোড় নিতে পারে।

এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সম্ভাব্য হামলার জন্য দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইরান দাবি করছে, আক্রমণ হলে দেশটি উপযুক্ত জবাব দেবে।
 

সর্বশেষ

জনপ্রিয়