সোমবার , ০৬ অক্টোবর ২০২৫
Monday , 06 October 2025
২০ আশ্বিন ১৪৩২
১২ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৭, ৫ অক্টোবর ২০২৫

৫০ আসন ছাড়তে পারে বিএনপি, তালিকা চাইল মিত্রদের কাছে

৫০ আসন ছাড়তে পারে বিএনপি, তালিকা চাইল মিত্রদের কাছে
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের মিত্রদলগুলোর জন্য প্রায় ৫০টি আসন ছেড়ে দিতে পারে বিএনপি। ইতোমধ্যে দলটি মিত্র দলগুলোর কাছে তাদের মনোনয়নপ্রত্যাশীদের তালিকা চেয়েছে। সূত্রে জানা গেছে, ঢাকার দুই-তিনটি আসনও ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

অক্টোবরের মধ্যেই প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে কাজ করছে দলটি। শুধু বিএনপি নয়, জোটের প্রার্থীও একই সময়ের মধ্যে নির্ধারণ করতে চায় তারা। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে একসঙ্গে রাজপথে থাকা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়েও চূড়ান্ত আলোচনা চলছে।

বিএনপির শীর্ষ নেতারা বলছেন, যুগপৎ আন্দোলনে যেসব দল অতীতে সক্রিয়ভাবে মাঠে ছিল, তাদের যোগ্য নেতাদেরই এবার অগ্রাধিকার দেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমাদের সঙ্গে যারা অতীতে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, তাদের মধ্য থেকে বাছাই করা নেতাদের কিছু আসন ছেড়ে দেব। আমরা জানি, কে কতটুকু কাজ করেছে। তাদের নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই।”

একইভাবে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “যাদের সঙ্গে জোট হবে, তাদের সঙ্গে আলোচনা চলছে। যেসব আসনে জেতার সম্ভাবনা বেশি, সেগুলো আমরা ছাড়তে পারি। প্রতিটি দলই তাদের প্রস্তাব দিচ্ছে, আমরা তা গুরুত্বসহকারে বিবেচনা করছি।”

জোটভুক্ত নেতারাও জানিয়েছেন, নির্বাচনী এলাকায় সক্রিয় হতে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন বিএনপি হাইকমান্ড। ১২-দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, “আমাদের জোটে অনেক যোগ্য প্রার্থী আছেন। বিএনপিও তাদের সম্পর্কে অবগত। আমরা সবাইকে নিজ নিজ এলাকায় কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।”

বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকার দুই থেকে তিনটি আসনও মিত্র দলগুলোর জন্য ছাড়ার চিন্তাভাবনা চলছে। নির্বাচনে বিজয়ী হলে দলটি ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে থাকা এই মিত্রদের নিয়েই জাতীয় ঐকমত্যের সরকার গঠনের পরিকল্পনা করছে।

সর্বশেষ

জনপ্রিয়