শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
Friday , 16 January 2026
২ মাঘ ১৪৩২
২৬ রজব ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৯, ১১ অক্টোবর ২০২৫

পিআর পদ্ধতির নির্বাচনের জন্য জনগণের ম্যান্ডেট নিতে হবে: আমীর খসরু

পিআর পদ্ধতির নির্বাচনের জন্য জনগণের ম্যান্ডেট নিতে হবে: আমীর খসরু
ছবি: সংগৃহীত

নির্বাচনের জন্য যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চায় তাদের আগে জনগণের ম্যান্ডেট নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর মৌচাক কসমস সেন্টারে কসমস ফাউন্ডেশন ও ইউএনবি আয়োজিত ‘নির্বাচনে পিআর পদ্ধতি’ নিয়ে সেমিনারে এ কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যারা পিআর পদ্ধতি চায় তাদের আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পিআর হোক— কোনো আপত্তি নাই।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিগত তিনটি নির্বাচনে তামাশা করা হয়েছে। ত্রুটিমুক্ত ভোট করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন করা দরকার। তবে দেশের জন্য যেটি কল্যাণকর সেটিই গ্রহণ করবে জামায়াত।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘নিম্ন কক্ষে পিআর হলে প্রতিবেশী রাষ্ট্র ও আওয়ামী লীগ সুযোগ নেবে।’

সর্বশেষ

জনপ্রিয়

আরও পড়ুন: