শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
Friday , 22 August 2025
৬ ভাদ্র ১৪৩২
২৬ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪০, ১২ আগস্ট ২০২৫

যান্ত্রিক ত্রুটিতে আবারও বিমানের ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রী

যান্ত্রিক ত্রুটিতে আবারও বিমানের ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস যেন উড়োজাহাজ সংকটের এক দুষ্টচক্রে আটকে গেছে। বারবার যান্ত্রিক ত্রুটি আর মেরামতের জটিলতায় একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। সর্বশেষ মঙ্গলবার (১২ আগস্ট) উড়োজাহাজ সংকটের কারণে বাতিল হয়েছে ঢাকা-কুয়েত ও ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের দুটি আন্তর্জাতিক ফ্লাইট।

তথ্য অনুযায়ী, এদিন বিকেল ৩টা ৪৫ মিনিটের ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ এবং বিকেল ৫টা ৫ মিনিটের ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইট দুটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে পরিচালনার কথা ছিল। কিন্তু যান্ত্রিক সমস্যায় কোনো উড়োজাহাজ মেরামতে, আবার কোনোটি গ্রাউন্ডেড অবস্থায় থাকায় পরিকল্পনা ভেস্তে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, বাতিল হওয়া কুয়েত ও দুবাই ফ্লাইট আগামীকাল বুধবার পরিচালিত হবে এবং নতুন সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হচ্ছে।

এর আগে, গত রোববার ইতালির রোমে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিমানের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজে সমস্যা ধরা পড়ে। ডানার ফ্ল্যাপ নষ্ট হয়ে যাওয়ায় ২৬২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি আটকা পড়ে। ত্রুটি মেরামতে লন্ডন থেকে অতিরিক্ত যন্ত্রাংশ পাঠাতে হয়।

গত এক মাসে অন্তত ৯টি উড়োজাহাজে নানান ধরণের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে—যার মধ্যে রয়েছে চাকা খুলে পড়া বা ফেটে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিনের তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি, এবং ল্যান্ডিং গিয়ারের দরজা না বন্ধ হওয়া। এসব সমস্যায় শিডিউল বিপর্যয়ের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত এই সংস্থা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে।

সর্বশেষ

জনপ্রিয়