মঙ্গলবার , ০৮ জুলাই ২০২৫
Tuesday , 08 July 2025
২৩ আষাঢ় ১৪৩২
১১ মুহররম ১৪৪৭

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ৩ মে ২০২৫

হামজার পর এবার লাল-সবুজের আরও কাছে সামিত সোম

হামজার পর এবার লাল-সবুজের আরও কাছে সামিত সোম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার স্বপ্ন বাস্তবে রূপ দিতে আরেক ধাপ এগিয়ে গেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। শুক্রবার টরন্টোয় বাংলাদেশি পাসপোর্টের জন্য বায়োমেট্রিকসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। ফলে লাল-সবুজ জার্সি গায়ে লাগানোর স্বপ্নের আরও কাছাকাছি পৌঁছালেন এই মিডফিল্ডার। 

গত কয়েক মাস ধরে জন্মনিবন্ধন ও কানাডা ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) থেকে ছাড়পত্র সংগ্রহসহ প্রাথমিক সব শর্ত পূরণ করেছেন সামিত। বৃহস্পতিবার সিএফএ-এর অনুমোদন পাওয়াকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এখন কেবল ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। এ অনুমোদন পেলেই আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবেন ২৭ বছর বয়সী এই তারকা।  

বাফুফে সূত্রে জানা গেছে, জুনে এএফসি চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সামিতকে দলে ভেড়ানোর চেষ্টা চলছে। একই সময়ে একটি প্রীতি ম্যাচের আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। জাতীয় দলের কোচ ও কর্মকর্তাদের মতে, সামিতের টেকনিক্যাল দক্ষতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা দলের মিডফিল্ড শক্তিশালী করবে। বাফুফে আশা করছে, জুনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন তিনি, যা তার সময়মতো অভিষেক নিশ্চিত করবে।  

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির নিয়মিত খেলোয়াড় সামিত ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত কানাডার অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র দলে ১৩টি ম্যাচে অংশ নিয়েছেন। তবে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার তার রক্তের টানে বেছে নিয়েছেন মাতৃভূমির জার্সি। তার মা-বাবা দুজনই বাংলাদেশের নাগরিক। দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও হামজা দেওয়ান চৌধুরীর পাশে সামিতের উপস্থিতি বাংলাদেশের মধ্যমাঠে নতুন গতিবিধি আনতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। 

সর্বশেষ

জনপ্রিয়