মঙ্গলবার , ০৮ জুলাই ২০২৫
Tuesday , 08 July 2025
২৩ আষাঢ় ১৪৩২
১১ মুহররম ১৪৪৭

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৩৫, ৫ মে ২০২৫

ফিরেই নজর কাড়লেন রিশাদ, জেতেনি লাহোর

ফিরেই নজর কাড়লেন রিশাদ, জেতেনি লাহোর
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ম্যাচ খেলতে নেমেই হইচই ফেলে দিয়েছিলেন রিশাদ হোসেন। প্রথম ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন এই বাংলাদেশি লেগ স্পিনার। তবে পরের তিন ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখে লাহোর। গতকাল রবিবার আবারও লাহোর একাদশে ফেরেন রিশাদ।

সুযোগ পেয়ে দারুণ বোলিংও করেন রিশাদ। তাতেও অবশ্য তার দল জিততে পারেনি। বৃষ্টিতে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে লাহোরের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য ৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে করাচি কিংস। ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রিশাদ। 

ম্যাচে এদিন হানা দেয় বৃষ্টি। প্রথমে ব্যাট করা লাহোর ৭ ওভার ৫ বল খেলতেই নামে বৃষ্টি। শাহিন আফ্রিদির দলটির রান তখন ১ উইকেট হারিয়ে ৯১। পরে ১৫ ওভারে নেমে আসে খেলা। যেখানে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান তুলতে সক্ষম হয় লাহোর। পরে ডিএলএস পদ্ধতিতে করাচির লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রান। 

লাহোরের হয়ে বড় রান পেয়েছেন কেবল দুই ওপেনার ফখর জামান ও মোহাম্মদ নাইম। ফখর ৩৩ বলে ৫১ ও নাইম খেলেছেন ২৯ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস। এর বাইরে ওয়ান ডাউনে নামা আবদুল্লাহ শফিকই কেবল দুই অঙ্কের রান (১১ বলে (১৮) পেয়েছেন। বাকিদের ব্যর্থতায় ১৬০ রানেই থামে লাহোর। 

জবাব দিতে নেমে করাচিকে ঝোড়ো শুরু এনে দেন ডেভিড ওয়ার্নার ও টিম সাইফার্ট। যদিও ইনিংস লম্বা করতে পারেননি তারা। অধিনায়ক ওয়ার্নার ১৩ বলে ২৪ ও সেইফার্ট ১০ বলে ২৪ রান করেন। তবে শুরুর এই ঝড় অব্যাহত রাখেন পরের ব্যাটাররা। পাঁচ নম্বরে নামা ইরফান খান ২১ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে মূলত লাহোরকে ম্যাচ থেকে ছিঁটকে দেন। 

এদিন, সপ্তম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ। করাচির রান তখন ২ উইকেটে ৬৮। সেই ওভারে সেই ওভারে মাত্র ৭ রান দিয়ে জেমস ভিন্সকে সিকান্দার রাজার ক্যাচ বানান রিশাদ। পিএসএলে এটি তার নবম উইকেট। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে ছাড়িয়ে পিএসএলে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ।

পরের ওভারের প্রথম দুই বলে চার-ছক্কা হজম করেও ১৩ রান দেন রিশাদ। আর শেষ ওভারে হজম করেন মাত্র ৮ রান। শেষ ৪ ওভারে করাচির ৫৮ রান দরকার হলেও তাদের আটকাতে পারেননি লাহোরের অন্যান্য বোলাররা। 

সর্বশেষ

জনপ্রিয়