শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
Friday , 16 January 2026
২ মাঘ ১৪৩২
২৬ রজব ১৪৪৭

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ২৪ জুন ২০২৫

বিশ্ব ফুটবল মহাতারকা মেসির জন্মদিন আজ

বিশ্ব ফুটবল মহাতারকা মেসির জন্মদিন আজ
ছবি: সংগৃহীত

আজ বিশ্ব ফুটবল ইতিহাসের এক কিংবদন্তির জন্মদিন। আর্জেন্টিনার মহানায়ক ও ফুটবলের জীবন্ত জাদুকর লিওনেল মেসি এর ৩৮তম জন্মদিন পালন করছেন বিশ্বজুড়ে কোটি ভক্ত। ১৯৮৭ সালের এই দিনে রোসারিও শহরে জন্মগ্রহণ করা মেসি আজও ফুটবল বিশ্বে তার জাদুকরি দক্ষতায় মুগ্ধ করছেন সমর্থকদের।  

মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেকের পর থেকেই মেসি রেকর্ড ভাঙার নেশায় মাতোয়ারা করেন বিশ্বকে। ক্যারিয়ারে ৮টি ব্যালন ডি’অর, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং ১০টি লা লিগা ট্রফি তার সাফল্যের স্বাক্ষর। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে তৃতীয়বারের মতো শিরোপা এনে দেন তিনি, যা তাকে ইতিহাসের সেরা ফুটবলারের মর্যাদায় অভিষিক্ত করে।  

৩৭টি বসন্ত পেড়িয়ে ৩৮ পা দিলেন মেসি। বলতে গেলে ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসে পড়েছেন ফুটবলের এ মহানায়ক। 

বর্তমানে আমেরিকার মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামি-তে খেললেও মেসির প্রভাব সীমান্ত ছাড়িয়ে। আর্জেন্টিনা থেকে বাংলাদেশ—সবখানেই ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন তাদের হিরোকে। মিয়ামি, বার্সেলোনা ও রোসারিওতে বিশেষ আলোকসজ্জা ও পাবলিক ভিউয়িংয়ের আয়োজন করা হয়েছে।  

ফুটবল বিশ্লেষকরা বলছেন, "মেসি কেবল একজন খেলোয়াড় নন, তিনি অনুপ্রেরণার প্রতীক। তার নম্রতা, দলনিষ্ঠা ও খেলায় নৈপুণ্য তাকে যুগের পর যুগ বাঁচিয়ে রাখবে।" আজও মাঠে তার ড্রিবলিং, পাসিং ও গোল করার ক্ষমতা দেখে বিস্মিত হন সমালোচকরা।  

সর্বশেষ

জনপ্রিয়