শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
Friday , 22 August 2025
৬ ভাদ্র ১৪৩২
২৬ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৬, ১২ জুন ২০২৫

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশ-ইন

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশ-ইন
ছবি: সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭০ জনকে পুশ-ইন করেছে। এরা সকলেই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজবি)। 

বুধবার দিবাগত রাত ১টা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৫টার মধ্যে এসব ব্যক্তি সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে বিজিবি তাদের আটক করে।  

৪৮-বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নাজমুল হক বলেন, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দুটি সীমান্ত দিয়ে ৪০ জন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ১৩ জন ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট বিওপির সীমান্ত দিয়ে ১৭ জনসহ মোট ৭০ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। 

বিজিবির এই অধিনায়ক বলেন, আটকদের মধ্যে পুরুষ ২২ জন, মহিলা ১৮ জন ও শিশু ৩০ জন। এদের মধ্যে ৪৩ জন কুড়িগ্রাম জেলা ও ২৭ জন লালমনিরহাট জেলার নাগরিক। তারা গত কয়েক বছর আগে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল।

আটক ৭০ জনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন লে. কর্নেল নাজমুল হক।

সর্বশেষ

জনপ্রিয়