ঈদের আগে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক

ঈদুল আজহার ছুটি শুরুর আগে শেষ কর্মদিবসে রাজধানীতে ব্যাংকগুলোর শাখা থেকে নগদ টাকা তোলা ও অন্যান্য ব্যাংকিং লেনদেনের চাপ বেড়েছে। ডিজিটাল ব্যাংকিং সেবা ও এটিএম বুথ ব্যবহারের সুযোগ থাকা সত্ত্বেও ঈদকে সামনে রেখে ব্যাংকের শাখাগুলোয় নগদ টাকা তুলতে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত কর্মদিবসের তুলনায় আজ বুধবার লেনদেন বেড়েছে ২৫ শতাংশ।
আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আগামী ১৪ জুন পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাককর্মীদের বেতন-বোনাস পরিশোধ ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সুবিধার্থে আগামী ৫, ১১ ও ১২ জুন শিল্প এলাকায় তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে।
নগদ টাকা তোলার জন্য রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় অপেক্ষা করছিলেন রাজিবুল ইসলাম। তিনি ডেইলি স্টারকে বলেন, 'গরু কেনার জন্য অনেক টাকা লাগবে। তাই এটিএম বুথ ব্যবহার না করে শাখায় এসেছি টাকা তুলতে।'
আজ সকালে মতিঝিল ও পল্টনে ব্যাংকের শাখাগুলোয় ক্যাশ কাউন্টারে লম্বা লাইন দেখা যায়। অনেকে নতুন নকশার নোট সংগ্রহের জন্য ব্যাংকেও যান। কিন্তু সরবরাহ সীমিত থাকায় সবাই নতুন টাকা সংগ্রহ করতে পারেননি।
রূপালী ব্যাংকের করপোরেট শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'অনেকে নতুন ডিজাইনের নোট সংগ্রহ করতে আসেন, কিন্তু সরবরাহ সীমিত থাকায় তা দিতে পারছি না।'
ঈদকে সামনে রেখে গত ১ জুন থেকে বাংলাদেশ ব্যাংক ২০ টাকা, ৫০ টাকা ও এক হাজার টাকার নোট বাজারে ছাড়ে। সাধারণত ঈদের সময় নতুন নোটের চাহিদা বেড়ে যায়। কারণ উপহার হিসেবে অনেকে নতুন নোট দেন।