মঙ্গলবার , ০৮ জুলাই ২০২৫
Tuesday , 08 July 2025
২৩ আষাঢ় ১৪৩২
১১ মুহররম ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৯, ২২ জুন ২০২৫

প্রস্তাবিত বাজেট পাস হচ্ছে আজ

প্রস্তাবিত বাজেট পাস হচ্ছে আজ
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হবে আজ। এরইমধ্যে বাজেট সম্পর্কে সব পক্ষের মন্তব্য, প্রতিক্রিয়া ও মতামত পর্যালোচনা করা হয়েছে। যার ভিত্তিতে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হতে পারে।

গত ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। যার আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত এ বাজেট চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। আগামী অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক শতাংশ।

আগামী অর্থবছর কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হতে পারে। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর আগামী ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে।

সর্বশেষ

জনপ্রিয়