সম্পর্ক ভাঙার গুজবে জল ঢাললেন মাহি

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই সামিরা খান মাহির। এক লহমায় দর্শক বন্দী হয়ে যায় তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। ব্যাক্তিগত জীবন নিয়ে রাখঢাক কম অভিনেত্রীর। সামাজিক মাধ্যমে পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রেমিককে। সম্প্রতি তিনি জানান সম্পর্ক ভেঙে গেছে তার।
এরপর থেকেই সরগরম সোশ্যাল মিডিয়া। এবার মুখ খুললেন মাহি। জানালেন সম্পর্ক ভাঙেনি। সেইসঙ্গে বাখ্যা দিয়েছেন পোস্ট দেওয়ার কারণ। সংবাদমাধ্যমকে মাহি বলেন, আমার আর নাবিলের (সাদাত সাফি নাবিল) সম্পর্ক ঠিক আছে।
আরও বলেন, আমাদের কোনো ব্রেকআপ হয়নি। সব সম্পর্কেই ঝামেলা হয়, সেগুলো আবার ঠিকও হয়ে যায়। আমি কিন্তু কোথাও বলিনি, আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। চার বছরের প্রেমের সম্পর্ক আমাদের। একটা স্ট্যাটাস দিয়েছিলাম শুধু যে, বেশ কয়েক দিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছি। এটাকেই মানুষ ভিন্নভাবে নিয়েছে।
এর আগে সম্পর্ক নিয়ে ইনস্টাগ্রামে লিখেছিলেন, গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে! ট্রোল হওয়া থেকে শুরু করে- আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া- সবকিছু মিলিয়ে আমি ভেঙে গেছি, হারিয়ে গেছি। তবে এটা অনেক হয়েছে।
আরও লিখেছিলেন, আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটা বলতে ভয় পাই না আমি।