শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
Friday , 22 August 2025
৬ ভাদ্র ১৪৩২
২৬ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৩২, ১৫ জুন ২০২৫

আজ বাবা দিবস

আজ বাবা দিবস
ছবি: সংগৃহীত

আজ জুন মাসের তৃতীয় রোববার, বিশ্ব বাবা দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে এই বিশেষ দিন। সন্তানেরা তাদের জীবনের প্রথম নায়ক, নির্ভরতার প্রতীক আর পরম শ্রদ্ধার পাত্র বাবার প্রতি জানাচ্ছে গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা।

এই দিনটিতে সন্তানেরা বাবাকে চমক দিতে নানা রকম উপহার, কার্ড, ফুল বা বিশেষ আহারের আয়োজন করে থাকেন। অনেকে মনে করেন বাবার প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আলাদা দিবসের প্রয়োজন নেই, প্রতিদিনই বাবা দিবস। তবে বিশেষ এই দিনে বাবাকে একটু বেশি সময় দেওয়া, শ্রদ্ধা জানানোর সুযোগ সকলেই গ্রহণ করেন। বাবা মানেই যে নিরাপত্তা, ত্যাগ আর অকৃত্রিম ভালোবাসার বটবৃক্ষ – তা আজ স্মরণ করছে সন্তানেরা।

এই দিবসের সূচনা হয়েছিল যুক্তরাষ্ট্রে। সোনোরা স্মার্ট ডোড নামের এক নারীর অক্লান্ত প্রচেষ্টায় বাবা দিবসের সূত্রপাত। মাত্র ১৬ বছর বয়সে মাকে হারানো সোনোরা দেখেছিলেন, কীভাবে তার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্ট একাই নবজাতকসহ ছয় সন্তানকে মা-বাবার দ্বৈত দায়িত্ব নিয়ে লালন-পালন করেছিলেন, নিজের সব সুখ বিসর্জন দিয়ে। মা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে ১৯০৯ সালে তার মনে আসে বাবাদের জন্যেও একটি দিবসের প্রয়োজনীয়তার কথা। দীর্ঘ প্রচেষ্টার পর ১৯১০ সালের ১৯ জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকেনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পালিত হয় বাবা দিবস। তারপর থেকেই ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
 

সর্বশেষ

জনপ্রিয়