শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
Friday , 22 August 2025
৬ ভাদ্র ১৪৩২
২৬ সফর ১৪৪৭

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ১৭ মার্চ ২০২৫

সিলেটে ভালোবাসায় সিক্ত হামজা

সিলেটে ভালোবাসায় সিক্ত হামজা
ছবি: সংগৃহীত

বাফুফে কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী আর উৎসুকদের ফাঁক গলে সিলেট বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে যখন বেরিয়ে এলেন হামজা চৌধুরী, তখন তার দিকে তাক করা শত শত ক্যামেরা, মোবাইল ফোন আর মানুষের চোখ। ‘হামজা, হামজা’ স্লোগান এবং ভিড়ের সামনে তাকে বেশ হাসিখুশিই দেখা গেছে। তবে কোলাহলের কারণে প্রশ্নোত্তর পর্ব শুরু করতে সময় লেগেছে সাংবাদিকদের।

চারপাশের শব্দে কান ঝালাপালা হওয়ার অবস্থায় দুয়েকজন সাংবাদিকের প্রশ্ন কানে যেতেই দেশে ফেরা এবং মানুষের ভিড় নিয়ে হামজা বলেন, ‘অ্যামাজিং, অ্যামাজিং, অনেক দিন পর ফিরলাম। আমি রোমাঞ্চিত।’

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কেন্দ্র তার বাংলাদেশে আসা। তা নিয়ে সিলেটি ভাষায় বললেন, ‘ইনশাআল্লাহ, আমরা উইন খরমু।’

প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তুলতে যাওয়া হামজা যুক্তরাজ্য থেকে দেশের মাটিতে পা রাখেন সোমবার বেলা পৌনে বারটার দিকে। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলারকে বরণ করে নিতে সকাল থেকেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তা। ছিল অনেক গণমাধ্যমকর্মী ও ইউটিউবারদের উপস্থিতি।

হামজার বাংলাদেশ দলে অভিষেক হওয়ার কথা রয়েছে আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এ বিষয়ে হামজা বলেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু। আমার বড় স্বপ্ন আছে। কোচ হাভিয়েরের সঙ্গে কাজ করব। ইনশা আল্লাহ আমরা উইন করিয়া প্রোগ্রেস করতে পারমু।’

হামজা আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবারের আসাটা বিশেষ। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে এসেছেন তিনি। স্মরণীয় এ সফরে তার সঙ্গী মা, স্ত্রী ও সন্তানেরা।

হামজা চৌধুরীর বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন, ‘মাতৃভূমির প্রতি অসামান্য টানের কারণে সে দেশে আসছে।’ দেশবাসী যে প্রত্যাশা করছে হামজাকে নিয়ে হামজা তা পূরণ করতে পারবেন এমন আশা ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়