বুধবার , ৩০ এপ্রিল ২০২৫
Wednesday , 30 April 2025
১৬ বৈশাখ ১৪৩২
০১ জ্বিলকদ ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৭, ২৭ মার্চ ২০২৫

যুক্তরাজ্য ফিরে যাওয়ার আগে ভক্তদের কী বার্তা দিলেন হামজা চৌধুরী?

যুক্তরাজ্য ফিরে যাওয়ার আগে ভক্তদের কী বার্তা দিলেন হামজা চৌধুরী?
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবল ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজার অভিষেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে জোয়ার। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে তার পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। মঙ্গলবারের সেই ম্যাচ শেষে গতকাল বাংলাদেশে ফিরে ভক্তদের উদ্দেশে আশাবাদ ব্যক্ত করে তিনি জানিয়েছেন, জুনে আবারও দেশে ফিরে আসবেন।  

হামজা বুধবার ভারত থেকে ঢাকায় পৌঁছানোর পর সরাসরি ইংল্যান্ডের ফ্লাইট ধরার কথা থাকলেও ফ্লাইট সূচি বদলের কারণে রাজধানীতে এক রাত অবস্থান করতে হয় তাকে। বৃহস্পতিবার সকালে তিনি ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেন। বিমানবন্দরে ভক্তদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে ‘অবিস্মরণীয়’ আখ্যা দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর মাধ্যমে ভিডিও বার্তায় তিনি বলেন, “ভারত ম্যাচের অভিজ্ঞতা আমার জন্য স্বপ্নের মতো। স্টেডিয়ামে ভক্তদের সমর্থন আমাকে অভিভূত করেছে। সবাইকে অশেষ ধন্যবাদ। ইনশাআল্লাহ, জুনে আবার ফিরে আসব। আমার সুস্থতার জন্য দোয়া চাই।” 

এর আগে গত ১৭ মার্চ দেশে আসেন হামজা। সিলেটে নামেন বিমান থেকে। এরপর সড়ক পথে যান গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানাঘাটে। সেখান থেকে ১৮ মার্চ আসেন ঢাকায়। যোগ দেন দলের সঙ্গে। ২১ মার্চ যান শিলংয়ে ভারতের বিপক্ষে খেলার জন্য।

সর্বশেষ

জনপ্রিয়