বুধবার , ৩০ এপ্রিল ২০২৫
Wednesday , 30 April 2025
১৬ বৈশাখ ১৪৩২
০১ জ্বিলকদ ১৪৪৬

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:০৭, ১৫ এপ্রিল ২০২৫

আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত

আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্টে ঢাকায় আসবে ভারত। ১৩ আগস্ট বাংলাদেশে পা রাখবে দলটি। সেই লক্ষ্যে সিরিজের তারিখও চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) জানা গেছে, সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুদল।

ওয়ানডে দিয়ে ‍শুরু হবে সিরিজ। ১৭ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। তিন ম্যাচ সিরিজের পরের ওয়ানডে হবে ২০ আগস্ট, মিরপুরেই। ঢাকা পর্ব শেষে বাংলাদেশ-ভারত যাবে চট্টগ্রাম।

২৩ আগস্ট শেষ ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও বন্দরনগরীতে। ২৬ আগস্ট মাঠে গড়াবে সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম ম্যাচ। ২৯ ও ৩১ আগস্ট যথাক্রমে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেগুলো হবে ঢাকায়। এর আগে ওয়ানডে সিরিজ হলেও বাংলাদেশের মাটিতে এটিই হতে চলেছে দুদলের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।

ভারত সিরিজের আগে অবশ্য ব্যস্ত সময়ই কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আছে পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ। সবমিলিয়ে, ব্যস্ত সময় শুরু হয়েছে ফিল সিমন্সের শিষ্যদের।

সর্বশেষ

জনপ্রিয়