শনিবার , ২৪ মে ২০২৫
Saturday , 24 May 2025
৯ জ্যৈষ্ঠ ১৪৩২
২৫ জ্বিলকদ ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৯, ১ মে ২০২৫

‘অনেক টাকা আয় করছি, খরচের সময় নেই...’

‘অনেক টাকা আয় করছি, খরচের সময় নেই...’
ছবি: সংগৃহীত

লাক্স প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। কাজ করেছেন ছোট পর্দায়। কিন্তু হুট করেই নাই হয়ে গেলেন। পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায়। গেল পাঁচ বছর সেখানেই বাস করছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাসজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

পিয়া বিপাশা জানান, একমাত্র মেয়েকে নিয়ে তিনি নিউইয়র্কে পাড়ি জমান। সেখানে এক মার্কিন নাগরিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যদিও আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়নি তাদের। পিয়ার দাবি, চলতি বছরের শেষ নাগাদ বিয়ের রীতি-অনুষ্ঠান শেষ করার পরিকল্পনা রয়েছে।  

বাংলাদেশে ক্যারিয়ার নিয়ে হতাশার কথাও জানান তিনি। পিয়ার ভাষ্য, "লবিং ছাড়া এখানে কাজ পাওয়া কঠিন। একটি ভালো সিনেমার প্রস্তাব ছিল, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। মিডিয়ায় কাজের আগ্রহটাই নষ্ট হয়ে যায়। টাকা কামানোর জন্যই মূলত কাজ করতাম। কাজ না পেলে টাকা আসবে কীভাবে? তাই অন্য পথ বেছে নিই।"  

নিউইয়র্কে পাড়ি জমিয়ে বাংলাদেশের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করেন পিয়া। বর্তমানে সোশ্যাল মিডিয়াকে ইনকামের উৎস বানিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম ও ফেসবুকে ব্র্যান্ডগুলোর প্রচারে অংশ নিয়ে মাসে দুই থেকে তিন হাজার ডলার সম্মানী পান বলেও দাবি তার। পিয়ার মতে, টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।’
 

সর্বশেষ

জনপ্রিয়