শুক্রবার , ২৩ মে ২০২৫
Friday , 23 May 2025
৯ জ্যৈষ্ঠ ১৪৩২
২৫ জ্বিলকদ ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:০৫, ২২ মে ২০২৫

কানের লাল গালিচায় জাহ্নবী, জেগে উঠলো শ্রীদেবীর ছায়া

কানের লাল গালিচায় জাহ্নবী, জেগে উঠলো শ্রীদেবীর ছায়া
ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় জাহ্নবী কাপুরের পদার্পণ শুধু একটি ফ্যাশন স্টেটমেন্ট নয়, এক আবেগঘন মুহূর্তও বটে। বলিউডের কিংবদন্তি শ্রীদেবীর কন্যা জাহ্নবী এই প্রথম কানের মঞ্চে উপস্থিত হয়ে মায়ের স্মৃতিকে যেন পুনর্জীবিত করলেন। ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে তার অভিনীত চলচ্চিত্র 'হোমবাউন্ড'-এর প্রিমিয়ারে অংশ নিতে গিয়ে তিনি রেড কার্পেটে উপস্থিত হন মায়ের শৈল্পিক উত্তরাধিকারকে সঙ্গী করে।  

জাহ্নবীর লাল গালিচায় হাঁটার এই মুহূর্তটি ছিল নান্দনিকতা ও সংবেদনের মিশেল। ফ্যাশন ডিজাইনার তারুণ তাহিলিয়ানির তৈরি হালকা গোলাপি করসেট ও স্কার্টের গাউন পরেছিলেন তিনি। পোশাকটির নকশায় ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মাথার পাতলা ড্রেপ ও মুক্তার অলংকার তাকে দিয়েছিল এক রাজকীয় বৈভব, যা শ্রীদেবীর স্টাইলিশ উপস্থাপনারই প্রতিধ্বনি বলে মনে করলেন অনেকে।  

জাহ্নবীর এই লুকের পিছনে ছিলেন কাজিন ও স্টাইলিস্ট রিয়া কাপুর। তার পরিকল্পনায় জাহ্নবী শুধু ফ্যাশন আইকনই নন, একইসঙ্গে মায়ের প্রতি শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার ছবি ভাইরাল হতেই ভক্তরা আবেগে উচ্ছ্বসিত হয়ে কমেন্টে লিখেছেন, "মায়ের ছায়া যেন জাহ্নবীর মাঝে হেঁটে বেড়াচ্ছে", "শ্রীদেবী নিশ্চয়ই গর্বিত!"  

জাহ্নবী এই উৎসবে পরিচালক কারণ জোহর, ইশান খট্টর, বিশাল জেঠওয়া ও নীরজ ঘেওয়ানের সঙ্গেও সময় কাটান।

সর্বশেষ

জনপ্রিয়