সোমবার , ০৬ অক্টোবর ২০২৫
Monday , 06 October 2025
২০ আশ্বিন ১৪৩২
১২ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২২, ১ অক্টোবর ২০২৫

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইলরামাদান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি যুদ্ধ বন্ধেরও জোর দাবি জানান।

সাক্ষাতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের আমলে ফিলিস্তিনি দূতাবাসের জন্য বিনামূল্যে জমি বরাদ্দ দেওয়া হয় এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকারে বিএনপির অনুদানে দূতাবাস ভবন নির্মিত হয়। রাষ্ট্রদূতের ভাষায়, এটি ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার প্রকাশ।

সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়