শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
Friday , 16 January 2026
২ মাঘ ১৪৩২
২৬ রজব ১৪৪৭

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪:০২, ১৩ অক্টোবর ২০২৫

শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে একে একে সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নিলে শিক্ষা ভবন এলাকায় সৃষ্টি হয় যানজট। ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের সড়কে যান চলাচল।

শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রথমে অবস্থান শুরু করলে পরে যুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলছেন, সাত কলেজ নিয়ে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঘোষণা বহু আগেই দেওয়া হলেও এখনো জারি হয়নি কোনো অধ্যাদেশ। এতে শিক্ষার্থীরা পড়েছেন ভবিষ্যৎ অনিশ্চয়তায়।

এক শিক্ষার্থী বলেন, “আজ পিছু হটলে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে যাবে। আমরা লিখিত সময়সীমা ছাড়া ফিরে যাবো না।” তাদের দাবি, খসড়া আইনের কিছু অস্পষ্টতা রয়েছে, যা দ্রুত সমাধান করে অধ্যাদেশ জারি করতে হবে।

পুলিশের পক্ষ থেকে শিক্ষা ভবন ঘিরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স। শান্তিপূর্ণ কর্মসূচির অনুরোধ জানানো হলেও শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন—শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন।

আন্দোলনকারীরা এটিকে সাত কলেজের ইতিহাসে সবচেয়ে সুশৃঙ্খল ও পরিণত আন্দোলন বলে দাবি করেছেন। তাদের একটাই প্রত্যাশা সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, আর তারা ফিরবেন ক্লাসরুমে, পড়ার টেবিলে।

সর্বশেষ

জনপ্রিয়